আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট মাঠে গড়াবে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা ১২টায়।
ম্যাথুসের অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কাই বটে। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে দলের মনোবল এমনিতেই পড়তির দিকে। সবশেষ ভারতের কাছে তিন ফরমেটেই ধরাশায়ী হয়েছে তারা। ঘরের মাটিতে সদ্য সমাপ্ত সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের উত্তরসূরিরা।
ইনজুরি সমস্যার সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়ছেন ত্রিশ বছর বয়সী ম্যাথুস। বিগত ১২ মাসে ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে চতুর্থ ওয়ানডেতে পেশীর সমস্যায় ভোগেন। পরে ওই সিরিজের বাকী অংশ থেকে ছিটকে যান। মিস করেন অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ।
এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ট্যুরে হ্যামস্ট্রিংয়ে চোট পান। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে টেস্ট ও ওয়ানডে মিস করলেও টি-টোয়েন্টিতে ফেরার প্রত্যাশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে খেলার বাইরেই কাটাতে হয়েছে। এবার পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগেই আবারো ইনজুরির শিকার অ্যাঞ্জেলো ম্যাথুস।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম