ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নেপিয়ারে টানা তৃতীয়বার সরছে ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
নেপিয়ারে টানা তৃতীয়বার সরছে ম্যাচ নেপিয়ারে টানা তৃতীয়বার সরছে ম্যাচ-ছবি:সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো নেপিয়ারের ম্যাকলিন পার্কে ওয়ানডে ম্যাচ সরছে। এখনও ঠিকমতো সংস্করণ না হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচটি এখানে হচ্ছে না। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি ম্যাচটি মাউন্ট মাউনগাউনির বে ওভালে অনুষ্ঠিত হবে।

ড্রেইনেজ ব্যবস্থা খারাপ থাকায় গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিউইদের ওয়ানডে ম্যাচ পরিত্যাক্ত হয়েছিলো। পরবর্তীতে মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ মাঠের ম্যাচটি হ্যামিল্টনে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

১৯৮৩ সাল থেকে শুরু করে ম্যাকলিন পার্কে এখন পর্যন্ত ৪৪টি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে। ঘরের মাঠ হওয়ায় এ মাঠে নিউজিল্যান্ডের জয়ের পাল্লাই সবচেয়ে ভারি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।