মূলত ভারতের দক্ষিণ আফ্রিকা সফরকে কেন্দ্র করেই এমন সূচি হাতে নিয়েছে প্রোটিয়ারা। বক্সিং ডে টেস্টটি ভারতের বিপক্ষেই খেলার কথা ছিলো।
আইসিসি থেকে অবশ্য এখনও দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের ছাড়পত্র পায়নি দ.আফ্রিকা। তবে এর আগেও তিন, চার বা ছয় দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে নিয়মিত পাঁচ দিনের ম্যাচ হয়ে থাকে।
এ প্রসঙ্গে ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান হারুন লরগাত বলেন, ‘বক্সিং ডে’র ঐতিহ্যে আমরা সমর্থকদের হতাশ করবো না। সেন্ট জর্জ পার্কে প্রথমবারের মতো আলোর নিচে খেলা হবে। আমরা প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। ’
এদিকে ২৮ ডিসেম্বর দ.আফ্রিকায় পৌঁছানোর কথা রয়েছে ভারতের। যেখানে আগে চার ম্যাচের টেস্ট খেলার কথা থাকলেও সেটি এখন তিনে নেমে এসেছে। তবে পাঁচ ম্যাচের জায়গায় ওয়ানডে হবে ছয়টি। আর টি-টোয়েন্টি তিনটি।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস