তিন দিনের এ ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত ৫ রানে থাকা তামিম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে অসাধারণ ব্যাটিং প্রদর্শন করে যাচ্ছেন সৌম্য ও ইমরুল কায়েস। মাত্র ৬৩ বলে দু’জনে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। খেলেন অনেকটা ওয়ানডে স্টাইলে। সৌম্য ৪২ ও ইমরুল ৩০ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ স্কোয়াড- তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, লিটন দাশ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পচেসস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টি-টোয়েন্টি খেলবে দু’দল।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস