ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের ইনজুরি শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
তামিমের ইনজুরি শঙ্কা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তামিম ইকবালের ইনজুরি শঙ্কায় বাংলাদেশ! বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে পেশীর সমস্যা নিয়ে রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন ফর্মের তুঙ্গে থাকা এ অভিজ্ঞ ওপেনার।

টস জিতে ব্যাটিংয়ে নামার পর ১৩ বল মোকাবেলা করে ৫ রান করেন তামিম। এরপর অস্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফেরেন।

তবে স্বস্তির খবর হচ্ছে ব্যাপারটি গুরুতর নয়। বিসিবি’র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) মিডিয়া প্রতিনিধির বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হচ্ছে তামিম ভালো আছেন। ইনজুরির ধরন সম্পর্কে পরিষ্কার হতে স্ক্যান করানো হবে।

বাংলাদেশের ব্যাটিং অর্ডারে অন্যতম স্তম্ভ তামিম। ৫১ টেস্টে তার ব্যাটিং গড় ঠিক চল্লিশের কাছাকাছি। সম্প্রতি ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুই ইনিংসে করেন ৭১ ও ৭৮। বলা বাহুল্য, অজি বধে ম্যাচসেরা সাকিব আল হাসান প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না। সাদা পোশাকে ৬ মাসের জন্য বিশ্রাম নিয়েছেন তিনি। এই সময়ে এসে তামিমের ইনজুরি ভীতি তাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর থেকে। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।