খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম স্তরের (টায়ার ওয়ান) ম্যাচে নেমেছিল দুই দল। আগে ব্যাটিংয়ে নামা খুলনার ওপেনিংয়ে নামেন প্রথম ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয় এবং সেঞ্চুরিয়ান রবিউল ইসলাম রবি।
এরপরই জুটি গড়েন মাহাদি হাসান এবং তুষার ইমরান। দলীয় ৩১৮ রানে এই জুটি বিচ্ছিন্ন হয় তুষারের বিদায়ে। প্রথম শ্রেণির ম্যাচে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি হাঁকান তুষার। ১৯৬ বলে ১৬টি চার আর একটি ছক্কায় তিনি করেন ১৩২ রান।
মাহাদি হাসান ২৬১ বলে ৭টি চারের সাহায্যে ১৬৫ রান করে অপরাজিত থাকেন। ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে অপরাজিত ৮ রান। বরিশালের কামরুল ইসলাম রাব্বি একটি আর তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন।
এদিকে, দিনের অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচে ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের ম্যাচটির প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কক্সবাজারের টায়ার টু’র ঢাকা মেট্রো এবং সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটির প্রথম দিন।
তবে, দেরীতে শুরু হলেও খেলা গড়িয়েছে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক হিসেবে রাজশাহী আতিথ্য দেয় চট্টগ্রাম বিভাগকে। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম ২ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি