বিশ্রাম নেওয়ায় টেস্ট সিরিজে সাকিব নেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তামিমও অনুপস্থিত থাকলে সেটি বাংলাদেশের জন্য হতে চলেছে বিরাট এক দুঃসংবাদ।
গত বুধবার সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে খেলার সময় ইনিংসের চতুর্থ ওভারে ইনজুরির শিকার হন তামিম।
আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। হাতে আরও ৫ দিনের মতো সময় পাচ্ছেন তামিম। অবশ্য ইনজুরির কারণে এখনই আশাহত হচ্ছেন না টাইগার এই ওপেনার। তিনি জানিয়েছেন, ‘বুঝতে পারছি না চোট কতটা গুরুতর। স্ক্যান করানো হবে। রিপোর্ট হাতে পেলে বুঝতে পারব। কিন্তু, প্রথম ম্যাচ নিয়ে আমি আশাবাদী। বলতে পারেন খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। সবটাই নির্ভর করছে আমি কতটা দ্রুত সেরে উঠতে পারি। আগামী দু-একদিনের মধ্যে বুঝতে পারব কতটা দ্রুত সেরে উঠছি। ’
সাম্প্রতিক সময়ে তামিম আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পেছনে তামিমের ব্যাট ভূমিকা রাখে। ন্যূনতম সাত দিনও যদি লাগে সুস্থ হতে, তাতে প্রথম টেস্টে তামিমের নামার সুযোগ নেই। সে ক্ষেত্রে ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তামিমকে ছাড়াই নামতে হতে পারে মুশফিকুর রহিমদের।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি