ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন সাকিব রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন সাকিব

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নির্যাতিত রোহিঙ্গারা নানা রকম সমস্যা-সংকটের মধ্যে সময় কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়িয়েছে সরকার ও জনগণ। তাদের সাহায্যে খেলোয়াড়রাও এগিয়ে এসেছেন।

এবার রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার ও ইউনিসেফ ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।

বিশ্বব্যাপি গরীব ও দুস্থ শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে এসে সাকিব ঘুরে দেখেছেন।

তিনি সেখানকার শরণার্থীদের কষ্টের জীবন সম্পর্কে বিশ্বকে জানিয়েছেন। পাশাপাশি তাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার জন্য বলেছেন।

সাকিবের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আমি রোহিঙ্গা ক্যাম্পে আছি, ইউনিসেফের সাথে আছি। আমি পুরো জায়গাটা একটু ঘুরে দেখেছি এবং আমি দেখেছি তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন। আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরও তাদের আরও সাহায্যের প্রয়োজন, যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি শিওর আপনারা সবাই সাহায্য করবেন। আর সাহায্য করার জন্য ইউনিসেফের ডনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন। ’

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।