এবার রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার ও ইউনিসেফ ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।
বিশ্বব্যাপি গরীব ও দুস্থ শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে এসে সাকিব ঘুরে দেখেছেন।
সাকিবের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আমি রোহিঙ্গা ক্যাম্পে আছি, ইউনিসেফের সাথে আছি। আমি পুরো জায়গাটা একটু ঘুরে দেখেছি এবং আমি দেখেছি তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন। আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরও তাদের আরও সাহায্যের প্রয়োজন, যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি শিওর আপনারা সবাই সাহায্য করবেন। আর সাহায্য করার জন্য ইউনিসেফের ডনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন। ’
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস