ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সোমবার ঢাকা আসছে আফগান অনূর্ধ্ব-১৯ দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
সোমবার ঢাকা আসছে আফগান অনূর্ধ্ব-১৯ দল ছবি: সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশে সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সফরকারী ১৪ সদস্যের দলটির।

ঢাকায় পৌঁছে একদিন পরেই (মঙ্গলবার) সিরিজের ভেন্যু সিলেট পৌঁছাবে আফগানরা।

এর আগে সিরিজে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর সিলেট পৌঁছে স্বাগতিক বাংলাদেশ।

সিলেট বিভাগীয় একাদশের সঙ্গে এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন সাইফ-আফিফরা। আর দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের মূল মিশন শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। দ্বিতীয়টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। তৃতীয় ও চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ও ৪ অক্টোবর। ৭ অক্টোবর পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।