ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন জনি বেয়ারস্টো এবং অ্যালেক্স হেলস। বেয়ারস্টো ১৩ আর হেলস করেন ৩৫ বলে ৩৬ রান।
ব্যাটে ঝড় তোলেন বেন স্টোকস-মঈন আলি। স্টোকস ৬৩ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় করেন ৭৩ রান। মাঝে জস বাটলার ২ রানে বিদায় নেন। ৫৭ বলে ৭টি চার আর ৮টি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ১০২ রান করেন মঈন আলি। ৩৪ বলে ৩৪ রান করেন ক্রিস ওকস।
এর আগে প্রথম ম্যাচটি নিজেদের করে রেখেছে ইংল্যান্ড। ১-০তে লিড নিয়ে দ্বিতীয় ম্যাচে নামলেও বৃষ্টির কারণে মাত্র ১৪ বল খেলা হওয়ার পর ম্যাচের পুরোটাই ভেসে গিয়েছিল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচ শুরুর কয়েক মুহূর্ত আগেই নিজের নাম বাদ দিতে বাধ্য হয়েছিলেন ক্রিস গেইল। তবে, তৃতীয় ম্যাচে ব্যাট হাতে নামেন তিনি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি