ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রিস্টলে মঈন আলির ব্যাটিং তাণ্ডব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ব্রিস্টলে মঈন আলির ব্যাটিং তাণ্ডব ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ৩৬৯ রান। ইংলিশ তারকা মঈন আলি ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিতে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ক্যারিবীয়ান বোলারদের ওপর ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন।

ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন জনি বেয়ারস্টো এবং অ্যালেক্স হেলস। বেয়ারস্টো ১৩ আর হেলস করেন ৩৫ বলে ৩৬ রান।

তিন নম্বরে নামা জো রুট ৭৯ বলে ৭টি চার আর দুটি ছক্কায় করেন ৮৪ রান। দলপতি ইয়ন মরগান কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

ব্যাটে ঝড় তোলেন বেন স্টোকস-মঈন আলি। স্টোকস ৬৩ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় করেন ৭৩ রান। মাঝে জস বাটলার ২ রানে বিদায় নেন। ৫৭ বলে ৭টি চার আর ৮টি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ১০২ রান করেন মঈন আলি। ৩৪ বলে ৩৪ রান করেন ক্রিস ওকস।

এর আগে প্রথম ম্যাচটি নিজেদের করে রেখেছে ইংল্যান্ড। ১-০তে লিড নিয়ে দ্বিতীয় ম্যাচে নামলেও বৃষ্টির কারণে মাত্র ১৪ বল খেলা হওয়ার পর ম্যাচের পুরোটাই ভেসে গিয়েছিল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচ শুরুর কয়েক মুহূর্ত আগেই নিজের নাম বাদ দিতে বাধ্য হয়েছিলেন ক্রিস গেইল। তবে, তৃতীয় ম্যাচে ব্যাট হাতে নামেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।