স্বাগতিক ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ৩৬৯ রান। জবাবে, ৩৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ক্যারিবীয়ানরা ২৪৫ রান করে।
ইংলিশ তারকা মঈন আলি ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিতে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ক্যারিবীয়ান বোলারদের ওপর ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন। ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন জনি বেয়ারস্টো এবং অ্যালেক্স হেলস। বেয়ারস্টো ১৩ আর হেলস করেন ৩৫ বলে ৩৬ রান। তিন নম্বরে নামা জো রুট ৭৯ বলে ৭টি চার আর দুটি ছক্কায় করেন ৮৪ রান। দলপতি ইয়ন মরগান কোনো রান না করেই সাজঘরে ফেরেন।
ব্যাটে ঝড় তোলেন বেন স্টোকস-মঈন আলি। স্টোকস ৬৩ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় করেন ৭৩ রান। মাঝে জস বাটলার ২ রানে বিদায় নেন। ৫৭ বলে ৭টি চার আর ৮টি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ১০২ রান করেন মঈন আলি। ৩৪ বলে ৩৪ রান করেন ক্রিস ওকস।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে মিগুয়েল কামিন্স তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন জ্যাসন হোল্ডার। আর একটি করে উইকেট পান জেরম টেইলর, অ্যাশলে নার্স আর রভম্যান পাওয়েল।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচ শুরুর কয়েক মুহূর্ত আগেই নিজের নাম বাদ দিতে বাধ্য হয়েছিলেন ক্রিস গেইল। তবে, তৃতীয় ম্যাচে ব্যাট হাতে নামেন তিনি। রান আউট হওয়ার আগে ৭৮ বলে ৯টি চার আর ৬টি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৯৪ রান। এভিন লুইস ১৩, শাই হোপ ২০, মারলন স্যামুয়েলস ১১, জ্যাসন মোহাম্মদ ৩৮, রভম্যান পাওয়েল ৮, জ্যাসন হোল্ডার ৩৪ আর দেবেন্দ্র বিশু ১২ রান করেন।
ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট একাই ৫টি উইকেট দখল করেন। তিনটি উইকেট পান আদিল রশিদ। আর একটি উইকেট নেন ডেভিড উইলি।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমআরপি