ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড দলে বাদ পড়লেন নিশাম-ব্রুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
নিউজিল্যান্ড দলে বাদ পড়লেন নিশাম-ব্রুম নিউজিল্যান্ড দলে বাদ পড়লেন নিশাম-ব্রুম-ছবি:সংগৃহীত

সীমিত ওভারের সিরিজ খেলার জন্য ভারত সফরে নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন অলরাউন্ডার জিমি নিশাম ও ব্যাটসম্যান নেইল ব্রুম। আগামী অক্টোবরে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজটির জন্য ৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে কিউইরা। যেখানে বাকি ৬ ক্রিকেটার নেওয়া হবে নিউজিল্যান্ড ‘এ’ দল থেকে। যারা বর্তমানে ভারত সফরে রয়েছে।

নিশাম ও ব্রুম দু’জনই শেষবার কিউইদের চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন। তবে টুর্নামেন্টে বাজে পারফর্ম করায় তাদের দলে জায়গা হয়নি।

যেখানে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে তিন ম্যাচের সবকটিইতে হেরেছিলো নিউজিল্যান্ড।

আগামী মাসের ভারত সফরে ২২ অক্টোবর মুম্বাইতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে যেখানে ১ থেকে ৭ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর ভারতে পৌছাবে নিউজিল্যান্ড।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রাথমিক ওডিআই দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।