ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
সিরিজ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত সিরিজ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত-ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচই জিতে নিয়েছে ভারত। আর ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করা বিরাট কোহলির দল ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। টেস্ট-ওয়ানডে দুটিতেই এখন শীর্ষে টিম ইন্ডিয়া।

তৃতীয় ওয়ানডেতে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে তোলে ২৯৩ রান। স্বাগতিক ভারতকে ২৯৪ রানের টার্গেট ছুঁড়ে দেয় অজিরা।

জবাবে ৪৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে স্বাগতিক ভারত।

ভারতের জয়ে হার্দিক পান্ডে সর্বোচ্চ ৭২ বলে ৫টি চার আর ৪টি ছক্কায় করেন ৭৮ রান। হাফসেঞ্চুরি করে ওপেনার রোহিত শর্মা ও আজিঙ্কে রাহানে। এর আগে অজিদের ইনিংসে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি (১২৪) করে ওপেনার অ্যারন ফিঞ্চ।

ওয়ানডের সেরা ১০ দল: ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।