যেখানে ক্রিকেটারেরা দাবি করেন, শ্রীলঙ্কা ক্রিকেট ঘিরে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তার যেন তদন্ত করা হয়। সেই চিঠির কথা স্বীকারও করে নিয়েছে শ্রীলঙ্কা বোর্ড।
কিন্তু আইসিসি রোববার এক বিবৃতিতে জানায়, ‘ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখাই আমাদের লক্ষ্য। সেই কারণে যেখানে যেখানে প্রয়োজন, সেখান সেখানে তদন্ত চালানো হয়। আইসিসির দুর্নীতিদমন শাখা বর্তমানে শ্রীলঙ্কায় তদন্ত করছে। যে কারণে আমরা বেশ কয়েক জন লোকের সঙ্গে কথা কথাও বলছি। ’
২০১১ ওয়ানডে বিশ্বকাপে ফিক্সিং হয়েছিলো, এমনটি এর আগে জানিয়েছিলেন লঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গে। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ভারত।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস