ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় নক্ষত্ররা বলিউডের বায়োপিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
ভারতীয় নক্ষত্ররা বলিউডের বায়োপিকে ছবি: মিতালি, ঝুলন, মেরি কম, সাইনা

ভারতীয় ক্রীড়াজগতের নক্ষত্র আজহার উদ্দিন, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির বায়োপিক কোটি কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী-মিতালি রাজরা সেলুলয়েডের ফিতায় বন্দি হতে যাচ্ছেন। তাদের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচিত্র।

এবার এই তালিকায় ঢুকতে চলেছেন ওয়ানডে ক্রিকেটে নারীদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ভারতের দলপতি মিতালি রাজ। এছাড়া, পরিচালক কবির খান তৈরি করতে চলেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী কপিল দেবের বায়োপিক।

কপিলের ভূমিকায় দেখা যাবে রামলীলা খ্যাত রণবীর সিং-কে৷ ফ্যান্টম ফিল্মের ব্যানারে পরিচালক অবশ্য শুধু কপিলের হাতে লর্ডসে ১৯৮৩-র স্মরণীয় মুহূর্ত সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চাইছেন৷ তবে, ছবিতে প্রাধান্য পাবে লর্ডসের ঐতিহাসিক মুহূর্ত৷ ঐতিহ্যের লর্ডসে কপিল দেবের হাতে ভারতের ক্রিকেট দলের প্রথম বিশ্বজয়ের স্বপ্নপূরণের গল্পের নানান ঘটনা স্থান পেতে চলেছে ছবিতে৷

এদিকে, মেয়েদের কপিল খ্যাত পেসার ঝুলন গোস্বামীর বায়োপিকও আসতে যাচ্ছে৷ কোনো নারী ক্রিকেটারকে নিয়ে এই প্রথম বায়োপিক হতে চলেছে। ঝুলন গোস্বামীর বায়োপিক নির্মানের আগে প্রাথমিকভাবে সিনেমাটির নাম ঠিক করা হয়েছে ‘চাকদা এক্সপ্রেস’। ৩৪ বছর বয়সী ঝুলন মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক। সিনেমাটি তৈরি করবেন ডিরেক্টর সুশান্ত দাস। নির্মিত বায়োপিকে ঝুলনের চরিত্রে অভিনেত্রী হিসেবে কাকে রাখা হবে সেটি জানাননি সফল এই ডিরেক্টর।

শুধু ক্রিকেটই নয়, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বায়োপিক বেশ ব্যবসা সফল বলে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত বক্সার মেরি কমকে নিয়ে নির্মিত ছবিটি বেশ আলোচনায় এসেছিল। লন্ডন অলিম্পিকে পদক জয়ী ভারতীয় ব্যাটমিন্টন তারকা সাইনা নেহওয়ালের জীবনীও স্থান পেতে চলেছে সেলুলয়েডের পর্দায়৷ বায়োপিকে নাম লেখাতে চলেছেন বেইজিং অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রাও৷

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।