ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের বোলিং কোচ বন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
ইংলিশদের বোলিং কোচ বন্ড ইংলিশদের বোলিং কোচ বন্ড-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের আগামী অ্যাশেজ সফরের প্রথম দুই টেস্টের জন্য বোলিং কোচ করা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ডকে। অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

চলতি বছরের ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। যেখানে ২ ডিসেম্বরে অ্যাডিলেডে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

ওটিস গিবসন ইংল্যান্ডের বোলিং কোচ পদ ছেড়ে দিলে জায়গাটি শূন্য হয়ে পড়ে। গিবসন বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।

ইংলিশদের কোচিং স্টাফে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য নেওয়া হয়েছে দেশটির সাবেক ব্যাটসম্যান পল কলিংউডকে।  

নিউজিল্যান্ড ‘এ’ টিমের হেড কোচ হিসেবে বর্তমানে ভারত সফরে আছেন বন্ড। এর আগে তিনি কিউইদের বোলিং কোচ ছিলেন। চলতি বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও বিগত কয়েক বছর বিগ ব্যাশে ব্রিসবেন হিট টিমে একই ভূমিকায় দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।