ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

লুইস-জোসেফ কীর্তির পরও ক্যারিবীয়দের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
লুইস-জোসেফ কীর্তির পরও ক্যারিবীয়দের হার লুইস-জোসেফ কীর্তির পরও ক্যারিবীয়দের হার-ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য খারাপই বলতে হবে। না হলে ৩৫৬ রানের পাহাড়সম স্কোর গড়েও জয় পেল না। যেখানে ব্যাটিংয়ে ওপেনার এভিন লুইস একাই করে অপরাজিত ১৭৬ রান। আর বোলিংয়ে আলজারি জোসেফ ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট লাভ করেন। 

তবে বৃষ্টি আইনে ৬ রানে ম্যাচটি নিজেদের করে নেয় ইংল্যান্ড। সেই সঙ্গে চতুর্থ ওয়ানডে শেষে ৩-০তে সিরিজও জয় লাভ করে স্বাগতিকরা।

দ্বিতীয় ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

লন্ডনের ওভালে প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান তোলে। জবাবে ইংলিশদের ইনিংসে ৩৫.১ ওভারের পর বৃষ্টি হানা দেয়। এ সময় দলটি ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে। পরে বৃষ্টি আর না থামলে স্বাগতিকদের ৬ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

এদিন জবাব দিতে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। ১২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। রয় ৬৬ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮৪ করে বিদায় নেন। বেয়ারস্টো করেন ৩৯ রান। ইনিংসের মাঝে হাল ধরেন জস বাটলার ও মঈন আলী। বাটলার ৩৫ বলে ৪৩ ও মঈন ২৫ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। এরপরই বৃষ্টি শুরু হয়।

ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত বোলিং করেন জোসেফ। ইংলিশদের যে ৫টি উইকেটের পতন হয়েছে, তার সবকটিই তার দখলে যায়। ৮.১ ওভার বল করে ৫৬ রানের বিনিময়ে উইকেট গুলো পান তিনি।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লুইসের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে সমর্থ হয় সফরকারীরা। ওপেনার গেইল ২ রানে বিদায় নিলেও দলের হাল ধরেন লুইস। তবে তারও ভাগ্য খারাপ ব্যক্তিগত ১৭৬ রানের মাথায় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন, অন্যথায় ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল তার কাছে। নিজের ইনিংসটি তিনি ১৩০ বলে ১৭টি চার ও ৭টি ছক্কায় সাজান।

দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করে অধিনায়ক জেসন হোল্ডার। আর ৪৬ রান আসে জেসন মোহাম্মদের ব্যাট থেকে। ইংলিশদের হয়ে ক্রিস ওকস নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। তবে ইংল্যান্ড জিতলেও ম্যাচ সেরা হন লুইস।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।