ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

১৫টি ঘুষি মেরেছিলেন স্টোকস (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
১৫টি ঘুষি মেরেছিলেন স্টোকস (ভিডিও) ছবি:সংগৃহীত

বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ব্রিস্টলে নাইট ক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন তিনি। পরে গ্রেফতার হলেও পূর্ণ তদন্তের জন্য ছেড়ে দেওয়া হয় তাকে। তবে গত সোমবারের ঘটনাটির ইতোমধ্যে ভিডিও প্রকাশ হয়েছে, যা দেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পুলিশ তদন্তের মাঝেই গতকাল ইংল্যান্ডের অ্যাশেজ দল ঘোষণা হয়। যেখানে সহ-অধিনায়ক হিসেবেই নেওয়া হয় স্টোকসকে।

তবে দলে নেওয়া হয়নি ঐ ঘটনার সময় তার সঙ্গে থাকা আরেক ক্রিকেটার অ্যালেক্স হেলসকে। হেলস পরে পুলিশকে সাহায্য করার জন্য ব্রিস্টলে ফিরে গিয়েছিলেন।

সেদিনের ঘটনার সিসি টিভি ফুটেজ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সান। ভিডিওটিতে দেখা যায়, স্টোকস দু’জন ব্যক্তিকে সজোরে ঘুষি মারছেন। এদের মধ্যে একজনের হাত থেকে বোতল মাটিতে পড়তে দেখা যায়। এক মিনিটের এই ভিডিওটিতে মোট ১৫টি ঘুষি মেরেছেন স্টোকস। পাশাপাশি নিজের আঙ্গুলেও চোট পেয়েছেন তিনি, এমনটি নিশ্চিত করেছেন ইসিবি ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস।

এই ভিডিওতে শোনা যায়, কেউ চিৎকার করছেন, ‘অনেক হয়েছে স্টোকস (এনাফ, স্টোকস)’।

ভিডিও প্রকাশের পর ইসিবির এক মুখপাত্র বলেন, ‘ দ্য সানের ফুটেজটি আমরা প্রথমবারের মতো দেখলাম। এ ব্যাপারে এখনও পুলিশ তদন্ত চলছে এবং আমরা এই প্রক্রিয়াকে সম্মান জানাই। ’

ঘটনার ভিডিও...

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।