এদিকে পুরোপুরি সুস্থ হতে মোসাদ্দেককে আরও অপেক্ষা করতে হচ্ছে। তার আরও তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
চোখের সমস্যা হওয়ার পর মোসাদ্দেক হোসেন দেশের দু’টি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরে আরও উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডেও গিয়েছিলেন। কিন্তু এখনও কোকো উন্নতির দেখা পাচ্ছেন না এই প্রতিভাবান অলরাউন্ডার। এর কারণ হিসেবে মোসাদ্দেকের চোখের উন্নতির ওঠা-নামাকে দায়ী করেছেন বিসিবির চিকিৎসক।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নভেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর সেখানেও মোসাদ্দেকের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। তবে তার চোখের উন্নতি ধীরগতিতে হলেও আপাতত কোন ধরণের অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানান দেবাশীষ।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস