ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

গ্রাউন্ডস ও পিচ কমিটিতে সংস্কার আনছে বিসিসিআই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
গ্রাউন্ডস ও পিচ কমিটিতে সংস্কার আনছে বিসিসিআই

ঢাকা: গ্রাউন্ডস ও পিচ কমিটিতে সংস্কার আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চাকরির চুক্তি নবায়ন না করায় বোর্ডের দু্ই সিনিয়র কিউরেটর ধীরাজ প্রসন্ন ও পিআর বিশ্বনাথান তাদের দায়িত্ব থেকে সরে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা।

এদিকে সিনিয়র এই দুই কিউরেটর দায়িত্ব থেকে সরে যাওয়ায় তাদের স্থলাভিক্ত করা হচ্ছে এস শ্রীরাম ও বিশ্বজিৎ পাধিয়ারকে।
 
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) খবরটি প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।


 
তবে গ্রাউন্ডস ও পিচের বর্তমান কমিটি থেকে ধীরাজ এবং বিশ্বনাথান সরে গেলেও তাপস চ্যাটার্জি ও আশিষ ভৌমিককে সঙ্গে নিয়ে প্যানেল প্রধানের দায়িত্ব চালিয়ে যাবেন দলজিৎ সিং। মুম্বাইয়ের রমেশ মামুনকর ও হায়দ্রাবাদের চন্দ্রশেখর থাকছেন বর্তমান গ্রাউন্ডস ও পিচ কমিটির সহযোগী-সদস্য।  
 
মজার ব্যাপার হলো বোর্ডের সঙ্গে দুই সিনিয়র কিউরেটরের চাকরির চুক্তি নবায়নের বিষয়টকে সম্পূর্ণ এড়িয়ে গেছেন প্যানেল প্রধান দলজিৎ সিং। উল্টো দায় চাপিয়েছেন তাদের কাঁধেই। ‘আমার ধারণা বিশ্বনাথ চাকরি ছেড়েছেন ব্যক্তিগত কারণে। ৪-৫ মাস আগে ওর হাঁটুর ইনজুরির পর বোর্ডের কাছে অব্যাহতি চেয়ে একটি চিঠি দিয়েছিল। ’
 
তাদের কারো সঙ্গেই ভারত ক্রিকেট বোর্ডের শত্রুতা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিশ্বনাথের টেকনিক্যাল জ্ঞান যেমন ভালো, ধীরাজের বাস্তবসম্মত জ্ঞানেরও প্রশংসা না করে পারছি না। ওদের সঙ্গে আমাদের কখনই কোনো ঝামেলা হয়নি। তবে এটাও ঠিক বোর্ড বেশ কিছুদিন ধরে দক্ষ ও তরুণ কিউরেটর খুঁজছিল। ’
 
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।