এ রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকা ১০২ ওভারে এক উইকেট হারিয়ে তুলেছে ৩৫৫ রান। আমলা ১০০ রানে আর এলগার ১৫৩ রানে ব্যাট করছেন।
টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকিয়ে এলগার ১২৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামেন। উইকেটে ৬৮ রানে অপরাজিত থেকে শুরু করেন হাশিম আমলা।
ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শেষ ওভারে একটি উইকেট পায় সফরকারীরা। তৃতীয় বা শেষ সেশনে নেই কোনো উইকেট। একমাত্র উইকেটটি ছিল রান আউট। বাংলাদেশের বোলারদের হতাশায় ভুগিয়ে প্রথম দিন শেষে স্বাগতিক দ. আফ্রিকা ১ উইকেটে তোলে ২৯৮ রান। প্রথম সেশনে ৯৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনেও উঠেছে ঠিক ৯৯ রান। শেষ সেশনে আরও ১০০ রান।
প্রথম দিন বাংলাদেশের পেসার মোস্তাফিজ ১৬ ওভার, শফিউল ১৫ ওভার, তাসকিন ১৫ ওভার, স্পিনার মিরাজ ৩৬ ওভার, মাহমুদুল্লাহ ২ ওভার, মুমিনুল ২ ওভার আর সাব্বির ৪ ওভার বল করেছেন। হতাশার দিনে কোনো বোলারই একটি উইকেটও তুলে নিতে পারেননি।
প্রোটিয়াদের ওপেনিংয়ে জুটি গড়তে নামেন অভিষিক্ত এইডেন মার্কারাম এবং ডিন এলগার। অভিষেক ইনিংসেই তরুণ ওপেনার মার্কারাম ৯৭ রান করেন। দলীয় ১৯৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মুমিনুল-মেহেদির প্রচেষ্টায় রান আউট হওয়ার আগে মার্কারাম ১৫২ বল খেলে ১৩টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
এমআরপি