প্রথমে ব্যাট করা সফরকারী উইন্ডিজ নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। জবাবে ৭২ বল বাকি থাকতেই মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
বড় টার্গেটে খেলতে নেমেও ঝড়ো সূচনা করেন ইংলিশ দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে তারা ১৫৬ রান তোলেন। তবে রয় ৭০ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৯৬ করে বিদায় নেন। কিন্তু এই সিরিজেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান বেয়ারস্টো। ডানহাতি এ ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১১৪ বলে ১৭টি চারের সাহায্যে ১৪১ করে অপরাজিত থাকেন। সঙ্গী হিসেবে ৪৬ রানে মাঠ ছাড়েন জো রুট।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাহি হোপের ৭২ রান ও গেইল (৪০), সুনিল অ্যাম্ব্রিসদের (৩৮) ব্যাটে ভালো সংগ্রহ পায় ক্যারিবীয়রা। তবে এ মাঠে এই স্কোরও জয়ের জন্য যথেষ্ঠ ছিলো না।
ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান লিয়াম প্ল্যাঙ্কেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন জ্যাক বল, টম কারান, আদিল রশিদ ও মঈন আলী।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস