ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে খেলা হচ্ছে না আকমলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
বিপিএলে খেলা হচ্ছে না আকমলের বিপিএলে খেলা হচ্ছে না আকমলের-ছবি:সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফ থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও বড় অঙ্কের জরিমানা হয়েছে দেশটির ক্রিকেটার উমর আকমলের। পাশপাশি বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করায় আগামী দুই মাস বৈশ্বিক টি-টোয়েন্টি লিগে খেলার অনাপত্তিপত্র পাবেন না তিনি। ফলে আসছে নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা হচ্ছে না আকমলের।

আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের বিতর্কিত এই ক্রিকেটারকে তিন ম্যাচ (আন্তর্জাতিক হোক বা ঘরোয়া) নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পাশাপাশি তাকে ১ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

চলতি বছরের জুলাইয়ে পাকিস্তান ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাকে।

ক’দিন আগে লাহোরে সংবাদ সম্মেলন করে আকমল জানান, অনুশীলন ক্যাম্পে পাকিস্তান জাতীয় দলের কোচ মিকি আর্থার তাকে গালিগালাজ করেছেন। তার এমন অভিযোগের পর দেশটির ক্রিকেট বোর্ড তদন্ত শুরু করে। তাতে উল্টো ফেঁসে যান আকমল। তদন্তের জন্য গঠিত তিন সদস্যের কমিটি জানায়, আকমলের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং সংবাদ সম্মেলন করে আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি।

আরও জানা যায়, আকমলের বিরুদ্ধে আচরণবিধির তিনটি ধারা ভঙ্গ করার অপরাধ প্রমাণিত হয়েছে।  

২০১৪ সালে একবার জেলে যেতে হয়েছিল তাকে। ফিটনেসের সমস্যা থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন আকমল। ছিলেন না বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজে। ডাক পাননি শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজেও।  

বিভিন্ন সময় আলোচনাতে থাকতেই হয়তো পছন্দ করেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। কখনো প্রতিভা দেখিয়ে আবার কখনো বিতর্ক সৃষ্টি করে মিডিয়ার নজরে থাকেন তিনি। অথচ পাকিস্তান দলে তার অভিষেকের পর বিশেষজ্ঞরা ভেবেছিল কিংবদন্তি হতে পারেন আকমল।

ডানহাতি এ ব্যাটসম্যান পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত ১৬টি টেস্ট, ১১৬টি ওয়ানডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলেছেন। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের পর তিনি আর দেশের হয়ে খেলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।