মোস্তাফিজের করা দলীয় ১৩১তম ওভারের দ্বিতীয় বলে বিদায় নিলেন ক্যারিয়ারের সেরা ইনিংস খেলা এলগার। ব্যক্তিগত ১৯৯ রানের মাথায় মুমিনুলের তালুবন্দি হন তিনি।
আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও এলগার হয়তো শুনে খুশি হতে পারেন, তার আগে এমন কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আরও নয়জনকে।
টেস্টে সর্বপ্রথম বাজে এই অভিজ্ঞতা হয়েছিলো পাকিস্তানের মুদাসসর নজরের। ১৯৮৪ সালে ভারতের বিপক্ষে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন তিনি। দু’বছর পরই একই আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজারাহউদ্দিন।
এমন আক্ষেপে পুড়তে হয়েছে বেশকজন তারকাদের। এরা হলেন, ম্যাথু এলিয়ট, সনথ জয়াসুরিয়া, স্টিভ ওয়াহ, ইউনুস খান, ইয়ান বেল, স্টিভেন স্মিথ ও লোকেশ রাহুল।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস