ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৯৯-এ দশম ব্যাটসম্যান এলগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
১৯৯-এ দশম ব্যাটসম্যান এলগার ১৯৯-এ দশম ব্যাটসম্যান এলগার-ছবি:সংগৃহীত

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন আক্ষেপ নিয়ে প্যাভিলিওনে ফেরেন প্রোটিয়া ওপেনার ডিন এলগার। ১৯৯ রানে থামে তার ইনিংস। ফলে করা হয়নি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

মোস্তাফিজের করা দলীয় ১৩১তম ওভারের দ্বিতীয় বলে বিদায় নিলেন ক্যারিয়ারের সেরা ইনিংস খেলা এলগার। ব্যক্তিগত ১৯৯ রানের মাথায় মুমিনুলের তালুবন্দি হন তিনি।

তার আগে ৩৮৮ বলে ১৫টি চার আর তিনটি ছক্কা হাঁকিয়ে এলগার তার ইনিংসটি সাজান। এর আগে তার ছিল ইনিংস সর্বোচ্চ ১৪০ রান।

আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও এলগার হয়তো শুনে খুশি হতে পারেন, তার আগে এমন কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আরও নয়জনকে।  

টেস্টে সর্বপ্রথম বাজে এই অভিজ্ঞতা হয়েছিলো পাকিস্তানের মুদাসসর নজরের। ১৯৮৪ সালে ভারতের বিপক্ষে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন তিনি। দু’বছর পরই একই আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজারাহউদ্দিন।

এমন আক্ষেপে পুড়তে হয়েছে বেশকজন তারকাদের। এরা হলেন, ম্যাথু এলিয়ট, সনথ জয়াসুরিয়া, স্টিভ ওয়াহ, ইউনুস খান, ইয়ান বেল, স্টিভেন স্মিথ ও লোকেশ রাহুল।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।