কিন্তু এতে কোহলির বিন্দুমাত্র মন খারাপ নেই। কিংবদন্তি সুনিল গাভাস্কার মন্তব্য করেছেন এই দলটিই ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দল হয়ে উঠতে পারে।
গাভাস্কারের প্রশংসা পেয়ে কোহলি বলেন, ‘সানি ভাইয়ের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এ রকম প্রশংসা পেতে ভালোই লাগে। উনি গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটকে অনেক কাছ থেকে দেখছেন। তবে এখনও অনেকটা পথ যেতে হবে আমাদের। এখন আমরা ঘরের মাঠে খেলছি। বিদেশে (অ্যাওয়ে) অচেনা পরিবেশে গিয়েও যদি আমরা একই রকম পারফরম্যান্স দেখাতে পারি, তা হলে বুঝব আমরা সেই জায়গায় রয়েছি। ’
টানা নয় ম্যাচে জেতার পরে হার। এই ধারাবাহিকতা সত্ত্বেও কেন হার? কোহলি জানান, ‘আসলে জয়ের পারফরম্যান্স ধরে রাখাটাই আসল ব্যাপার। সেটা পারলে সাফল্য আসে। না হলে আসে না। ’
চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতলেও অবশ্য ভারত আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে। প্রথম তিন ওয়ানডে জিতেই সিরিজের বাকি ম্যাচগুলো ডেড রাবার করে দিয়েছে কোহলির দল। নাগপুরে ১ অক্টোবর সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস