ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চম্পট দিয়েছেন ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চম্পট দিয়েছেন ইমাদ ওয়াসিম ছবি: সংগৃহীত

পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন আফগানিস্তান বংশোদ্ভুত এক ডাচ তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমাদ চম্পট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দেখা-সাক্ষাত বন্ধ করার পাশাপাশি কোনোরকম যোগাযোগ রাখেননি ২৮ বছর বয়সী ইমাদ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমাদ ওয়াসিম ও সেই তরুণীর ছবি ভাইরাল হয়েছে। ডাচ তরুণীর দাবি, লন্ডনে তাদের দেখা হয়েছে।

এরপর প্রায় এক মাস প্রেম করার পর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন ইমাদ। কিন্তু পরবর্তীতে সেসব কথা অস্বীকার করেন এই পাকিস্তানি ক্রিকেটার। এমনকি গত এক মাস ধরে সেই তরুণীর সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করে দিয়েছেন।

এদিকে, ডাচ তরুণীর আনা অভিযোগ অস্বীকার করেছেন ইমাদ। নাম প্রকাশ না করার শর্তে ডাচ তরুণী জানান, ‘আসলে তার কাছ থেকে এমন কথা শোনা সত্যিই বিরক্তিকর। আমরা একসঙ্গে কিছু সময় কাটিয়েছি। আপনি তো ভিডিও ফটোশপ করতে পারবেন না। ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাবেন আমাকে ও তাকে। তার পদ্ধতিটা ঠিক হয়নি। আমি অবশ্য এই ধরনের সম্পর্কের জন্য তাকে একবারও কিছু বলিনি। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তার কোনোটাই রক্ষা করেনি। ’ছবি: সংগৃহীতডাচ তরুণী আরও জানান, ‘আমাদের দেখা হওয়ার আগে সে বলেছিল আমাকে বিয়ে করতে চায়। আমরা বেশ ভালো সময় কাটালাম। লন্ডনেই আমাদের দুইবার দেখা হয়। জুলাইতে প্রথম দেখা হয়। এরপর চলতি মাসের শুরুতেও একবার দেখা হয়। এরপর থেকে ইমাদ আমাকে এড়িয়ে চলছে। যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটার জন্য আমার কাছে দুঃখ প্রকাশ করুক এটাই চাই। ’

পাকিস্তানের জার্সি গায়ে ২৬টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এক ভিডিও বার্তায় জানান, ‘আমি এখনও সিঙ্গেল। বিয়ের জন্য কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেইনি। দয়া করে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে অযথা গুজব ছড়াবেন না। আমি সাধারণত কারো ফোন কল রেকর্ড করি না। কিন্তু এখন থেকে প্রমাণ হিসেবে সব রাখা লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।