আগের ম্যাচে আফগান যুবাদের ১৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় সাইফ হাসানের দলটি। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার ফলে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে ১-০ তে লিড ধরে রেখেছে টাইগার যুবারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটিং নির্ধারণ হয় ৪৫ ওভার। ৪৩ ওভারে ৯ উইকেট হারানো স্বাগতিকরা তোলে ১৮২ রান। এরপরই বৃষ্টি নামে।
বাংলাদেশের দলপতি সাইফ হাসান ওপেনিংয়ে নেমে ৪৮ বলে করেন ২৬ রান। আরেক ওপেনার পিনাক ঘোষ ৫ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব ৪ রান করে বিদায় নিলে চার নম্বরে নামা তৌহিদ হৃদয় ৯ রানে সাজঘরে ফেরেন। মোহাম্মদ রাকিবের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান।
উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম ৪৪ রানের ইনিংস খেলেন। এছাড়া, কাজি অনিক ৩২, রবিউল হক ২ রান করেন। আফগান বোলার মুজীব তিনটি এবং ইউসুফ জাজাই চারটি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি