ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে টাইগার যুবাদের ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
আফগানদের বিপক্ষে টাইগার যুবাদের ম্যাচ পরিত্যক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ম্যাচে বিশাল জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশের যুবারা। তবে, দ্বিতীয় ম্যাচটি কোনো ফল দেখতে পারেনি। বৃষ্টির কারণে টাইগারদের ব্যাটিংয়ের দুই ওভার বাকি থাকলেও মাঠে বল গড়াতে পারেনি।

আগের ম্যাচে আফগান যুবাদের ১৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় সাইফ হাসানের দলটি। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার ফলে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে ১-০ তে লিড ধরে রেখেছে টাইগার যুবারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটিং নির্ধারণ হয় ৪৫ ওভার। ৪৩ ওভারে ৯ উইকেট হারানো স্বাগতিকরা তোলে ১৮২ রান। এরপরই বৃষ্টি নামে।

বাংলাদেশের দলপতি সাইফ হাসান ওপেনিংয়ে নেমে ৪৮ বলে করেন ২৬ রান। আরেক ওপেনার পিনাক ঘোষ ৫ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব ৪ রান করে বিদায় নিলে চার নম্বরে নামা তৌহিদ হৃদয় ৯ রানে সাজঘরে ফেরেন। মোহাম্মদ রাকিবের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান।

উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম ৪৪ রানের ইনিংস খেলেন। এছাড়া, কাজি অনিক ৩২, রবিউল হক ২ রান করেন। আফগান বোলার মুজীব তিনটি এবং ইউসুফ জাজাই চারটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।