ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এজিএম, ইজিএমে গুরুত্ব পাচ্ছে গঠনতন্ত্রের অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এজিএম, ইজিএমে গুরুত্ব পাচ্ছে গঠনতন্ত্রের অনুমোদন এজিএম, ইজিএমে গুরুত্ব পাচ্ছে গঠনতন্ত্রের অনুমোদন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের গঠনতন্ত্রের বৈধতাকে চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক পরিচালক ও স্থপতি মোবাশ্বের হোসেনের নিষ্ফল মামলার পর সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের দেয়া আদেশে অবশেষে ১৭০ জন কাউন্সিলরকে নিয়ে সোমবার (৩ অক্টোবর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠেয় এই সভায় বিসিবির গঠনতন্ত্রের বিষয়টি অধিক গুরুত্ব পাচ্ছে বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলানিউজের সঙ্গে আলাপকালে এই কাউন্সিলর জানান, ‘বিসিবির এই সভার মূল এজেন্ডা থাকছে, গঠনতন্ত্রের অনুমোদন।

পাশাপাশি পূর্ববর্তী বছরসমূহ কার্যক্রমের বিবেচনা এবং তার অনুমোদন। পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অর্থবছর সমূহের ২০১২-১৮ আয় ব্যয় সংক্রান্ত পরীক্ষা নীরিক্ষার উপস্থাপন, প্রেরণা ও অনুমোদন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট অনুমোদন। ’

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় ব্যয় হিসাব, নিমবাস কমিউনিকেশনের সঙ্গে টিভি স্বত্ব নিয়ে বিসিবির ২৭ মিলিয়ন ডলারের বিরোধের নিষ্পত্তি, বিসিবির কর্মকর্তা-কর্মচারীদের পারিশ্রমিক নির্ধারণ এবং সাধারণ পরিষদ কর্তৃক উথ্থাপিত কোনো জরুরি বিষয়ের নিষ্পত্তিও সভায় জায়গা পাচ্ছে বলে অবহিত করলেন এই কাউন্সিলর।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।