ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

২৫০ ছক্কার মাইলফলকে গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
২৫০ ছক্কার মাইলফলকে গেইল ২৫০ ছক্কার মাইলফলকে গেইল-ছবি:সংগৃহীত

নিজের ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যোগ করলেন ক্রিস গেইল। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২৫০ ছক্কার মাইলফলকে এই ক্যারিবীয় দানব। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওডিআইতে এমন কীর্তি গড়েন তিনি।

সাউদাম্পটনে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলার সময় ৫টি ছক্কা হাকান গেইল। জ্যাক বলের করা ৫ম ওভারে টানা তিন হয় মেরে স্পর্শ করেন ২৫০ ছয়ের মাইলফলক।

৫০ ওভারের ক্যারিয়ারে ২৭৩ ম্যাচে (২৬৮ ইনিংস ) ২৫২ ছয় মেরে তালিকার তিন নম্বরে আছেন গেইল। ৪৪৫ (৪৩৩ ইনিংস) ওয়ানডেতে ২৭০টি ছয় মেরেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া। তবে শীর্ষে রয়েছেন পাকিস্তাসের সাবেক অলারাউন্ডার শহিদ আফ্রিদি। ৩৯৮( ৩৬৯ ইনিংস) ম্যাচে ৩৫১ ছয় মেরে এক নাম্বারে তিনি।

ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ছয় মারার কীর্তি গড়েন গেইল। তার বর্তমানে ছয় ১০৩টি (৫২ ম্যাচে ৪৯ ইনিংসে ) । ১০৩ টেস্টের ( ১৮২ ইনিংস ) ক্যারিয়ারে ১০০ ছয় স্পর্শ করতে আর দুটি ছয় দরকার তার। ক্রিস গেইল টেস্টে ফিরবেন বলে জোর গুঞ্জন রয়েছে। টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার মোট ছয় ৪৫৩টি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।