ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নাদিফের পর রুবেল-জিয়ার সেঞ্চুরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
নাদিফের পর রুবেল-জিয়ার সেঞ্চুরি ছবি: নাদিফ, রুবেল, জিয়া (বাম থেকে)

জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা বিভাগ আর ঢাকা বিভাগ। একদিন বাকি থাকা ম্যাচে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে তিনটি। শতক হাঁকিয়েছেন ঢাকা বিভাগের নাদিফ চৌধুরি-মোশাররফ রুবেল। খুলনার হয়ে সেঞ্চুরির দেখা পান অলরাউন্ডার জিয়াউর রহমান।

চট্টগ্রামের ভেন্যুতে আগে ব্যাট করতে নামা ঢাকা বিভাগ ১৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ৫১৯ রান। জবাবে, ২৪৭ রানে অলআউট হওয়া খুলনাকে ফলোঅনে রাখে ঢাকা।

ফলোঅনে পড়ে খুলনা দিনের শেষে ৭ ওভারে বিনা উইকেটে তুলেছে ৭ রান।

এর আগে ঢাকা বিভাগের ওপেনার আবদুল মজিদ ০, রনি তালুকদার ১১, জাহিদুজ্জামান ৩০, রকিবুল হাসান ২১ রান করেন। ৬৬ রানে বিদায় নেন শুভাগত হোম এবং ৭৯ রানে সাজঘরে ফেরেন তাইবুর পারভেজ। নাদিফ চৌধুরি প্রথম শ্রেণির ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১৬৬ রান। ৯৮ রানে অপরাজিত থাকা মোশাররফ হোসেন রুবেল প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে করেন অপরাজিত ১২৫ রান।

মাশরাফির অনুপস্থিতিতে খুলনার আল আমিন হোসেন দুটি, মেহেদি রানা তিনটি, জিয়াউর রহমান দুটি করে উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুলনার ওপেনার এনামুল হক বিজয় ১২, মেহেদি হাসান ২৫, তুষার ইমরান ১৫, মোহাম্মদ মিঠুন ১৫, নুরুল হাসান সোহান ৩১, জিয়াউর রহমান ১০৪, আবদুর রাজ্জাক ১৫ রান করেন। ঢাকা বিভাগের পেসার শরীফ দুটি, নাজমুল অপু চারটি আর শুভাগত হোম তিনটি উইকেট নেন। একটি উইকেট পান মোশাররফ রুবেল।

ফলোঅনে পড়া খুলনার ওপেনার এনামুল বিজয় ৩ ও রবিউল ইসলাম রবি ৪ রানে অপরাজিত থেকে চতুর্থ বা শেষ দিন ব্যাটিংয়ে নামবেন। ২৬৫ রানে পিছিয়ে খুলনা।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।