ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে জিতলো টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
শেষ ম্যাচে জিতলো টিম ইন্ডিয়া ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও জয় পেল বিরাট কোহলির ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৭ উইকেটে। সিরিজের চতুর্থ ম্যাচটিতেই শুধু হেরেছে টিম ইন্ডিয়া। ফলে, ৪-১ এ সিরিজ নিজেদের কাছেই থাকলো ভারতের।

আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। জবাবে, ভারত ৪২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৩ আর অ্যারন ফিঞ্চ ৩২ রান করেন। দলপতি স্টিভ স্মিথ করেন ১৬ রান। ১৩ রানে বিদায় নেন পিটার হ্যান্ডসকম্ব। মাঝে ট্রেভিস হেড ৪২, মার্কাস স্টইনিস ৪৬ আর ম্যাথু ওয়েড করেন ২০ রান।

ভারতের অক্ষর প্যাটেল তিনটি, জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, হারদিক পান্ডে, কেদার যাদব।

ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার আজিঙ্কা রাহানে আর রোহিত শর্মা তুলে নেন ১২৪ রান। রাহানে ৭৪ বলে ৬১ রান করে ফিরলেও সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা। ১০৯ বলে ১১টি চার আর ৫টি ছক্কায় তিনি করেন ১২৫ রান। দলপতি বিরাট কোহলি করেন ৩৯ রান। কেদার যাদব ৫ এবং মনিষ পান্ডে ১১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।