ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিশোধ নিলো আফগানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
প্রতিশোধ নিলো আফগানরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রথম ম্যাচে সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৭৭ রানে গুটিয়ে দিয়ে বিশাল জয় তুলে নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তৃতীয় ম্যাচে বাংলাদেশের যুবাদের মাত্র ৭৫ রানে অলআউট করে দিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে আফগানরা।

এই ম্যাচের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা ধরে রাখলো বাংলাদেশ-আফগানিস্তান।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের দলপতি সাইফ হাসান ২২ আর উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম ২৫ রান করেন।

আর কোনো স্বাগতিক ব্যাটসম্যান দুই অঙ্কের দেখা পাননি।

মাত্র ৭৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আফগানরা ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন দারওয়াইস রাসুল। বাংলাদেশের নাঈম হাসান দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান আফিফ হোসেন, কাজি অনিক এবং মনিরুল।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।