ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওডিআই’র শীর্ষে কোহলি-তাহির-সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
ওডিআই’র শীর্ষে কোহলি-তাহির-সাকিব ছবি: সংগৃহীত

গতকাল ভারত বনাম অস্ট্রেলিয়া ও ক’দিন আগে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষে খেলোয়াড় র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে বেশ কয়েকটি বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। ব্যাটিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের কোহলি ও সাকিব থাকলেও, বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির।

অজিদের ৪-১ ব্যবধানে হারানোর সিরিজে সর্বোচ্চ ২৯৬ রান করা ভারতীয় ওপেনার রোহিত শর্মা চার ধাপ এগিয়ে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে অবস্থান করছেন। ক্যারিয়ারে সেরা ৭৯০ রেটিং পয়েন্টও জোগাড় করেছেন এই ওপেনার।

এছাড়া চার ধাপ এগিয়ে ২৪তম স্থানে আরেক ওপেনার আজিঙ্কে রাহানে।  

অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ৯ ধাপ এগিয়ে ১৭তম, ৪০ ধাপ এগিয়ে ৪৮তম ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, ৭৪ ধাপ এগিয়ে ৫৪তম মার্কাস স্টোইনিস, ১৮ ধাপ এগিয়ে ৫৬তম মঈন আলী, ২৬ধাপ এগিয়ে ৭১তম হার্দিক পান্ডিয়া ও ৩১ ধাপ এগিয়ে ৭৮তম এভিন লুইস।

বোলিং র‍্যাঙ্কিংয়ের অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডকে হটিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন তাহির। যদিও এই সিরিজে ইনজুরির কারণে খেলেননি হ্যাজেলউড। দুই ধাপ এগিয়ে তিনে কাগিসো রাবাদা। তিন ধাপ এগিয়ে সাতে ভারতের অক্ষর প্যাটেল। লিয়াম প্ল্যাঙ্কেট তিন ধাপ এগিয়ে ১০স্থানে।

এছাড়া উল্লেখ করার মতো পরিবর্তন হয়েছে, অজি পেসার নাথান কোল্টার-নাইলের। ৪৯ ধাপ এগিয়ে ৪৪তম তিনি। ২৪ ধাপ এগিয়ে ৭৫তম জুভেন্দ্র চাহাল। আর ২৮ ধাপ এগিয়ে ১০৮তম আলজারি জোসেফ।

এদিকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তবে একধাপ এগিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

শীর্ষ ১০ ব্যাটসম্যান: বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, জো রুট, রোহিত শর্মা, বাবর আজম, কেন উইলিয়ামসন, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস ও মার্টিন গাপটিল।

শীর্ষ ১০ বোলার: ইমরান তাহির, জস হ্যাজেলউড, কাগিসো রাবাদা, মিচেল স্টার্ক, জসপ্রিস বুমরাহ, ট্রেন্ট বোল্ট, অক্ষর প্যাটেল, হাসান আলী, রশিদ খান, সুনিল নারাইন ও লিয়াম প্লাঙ্কেট (যৌথভাবে ১০ম স্থানে)।

শীর্ষ ৫ অলরাউন্ডার: সাকিব আল হাসান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নবী, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।