ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে সাইড স্ট্রেইনের কারণে শেষ দিন খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল। তবে প্রোটিয়াদের জন্য দুঃখের সংবাদ হলো সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না এই ডানহাতি। ছয় সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন।
ম্যাচের চতুর্থ দিন ভয়ঙ্কর হয়ে ওঠেন মরকেল। প্রথম ওভারেই তামিম ইকবাল ও মুমিনুল হককে বিদায় করে নিজেকে জানান দেন এ ডানহাতি।
পরে মুশফিককেও বোল্ড করেন, কিন্তু ‘নো’ বলের জন্য তা বাতিল হয়। মরকেল এর আগে প্রথম ইনিংসেও দুই উইকেট নিয়েছিলেন।
ইনজুরির কারণে চলমান সিরিজে বাদ পড়া প্রোটিয়া পেসারদের লম্বা তালিকায় এবার যোগ দিলেন মরকেল। এর আগে ক্রিস মরিস, ভারনন ফিল্যান্ডার ও ডেল স্টেইন ছিটকে গিয়েছিলেন।
প্রথম টেস্টে এরই মধ্যে ৩৩৩ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে লিড নিয়েছে দ. আফ্রিকা। আগামী ৬ অক্টোবর থেকে ব্লোয়েমফন্টিনে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।