ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মাশরাফিদের বিপক্ষে ভিলিয়ার্স-ডুমিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
সাকিব-মাশরাফিদের বিপক্ষে ভিলিয়ার্স-ডুমিনি ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের পর শুরু হবে রঙিন পোশাকের লড়াই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে তামিম-মুশফিক-সাকিব-মাশরাফিরা খেলবেন ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ। তাতে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরুর ঠিক আগেভাগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়া জেপি ডুমিনি এই ম্যাচের অধিনায়কত্ব করবেন। তার নেতৃত্বেই মাঠে নামবেন সাবেক দলপতি এবিডি ভিলিয়ার্স।

আগামী ৬ অক্টোবর বাংলাদেশে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে। ওয়ানডে সিরিজের আগে ৫০ ওভারের ম্যাচে ১২ অক্টোবর নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন টাইগাররা।

ডুমিনিকে অধিনায়ক করেন এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রথম টেস্টে থাকা কেশব মহারাজ ও আইডেন মার্কারাম রয়েছেন স্কোয়াডে।

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত স্কোয়াড: জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথু ব্রিজটেক, এমবুলেলো বুডাজা, এবিডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বেরান হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্কারাম, উইয়ান মালডার, মালুসি সিবোটো, খায়া জন্ডো।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।