ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আতহারের চোখে বাজে হারের ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
আতহারের চোখে বাজে হারের ব্যাখ্যা ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের পারফরম্যান্স মুশফিকদের জন্য ভুলে থাকার মতোই। বাজেভাবেই হেরেছে বাংলাদেশ। ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। অসহায় আত্মসমর্পণ যাকে বলে! এখন সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

অ্যাওয়ে সিরিজের শুরুতেই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ টিম বাংলাদেশ। সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে টাইগাররা।

বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ৯০ রানে অলআউটের লজ্জা তাড়িয়ে বেড়াবে অনেকদিন।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরণ ও শট সিলেকশন নিয়ে হতাশাই প্রকাশ করেছেন। একই সঙ্গে টস জেতার পর বোলিং নেওয়ার সিদ্ধান্তকেও দুষছেন তিনি। টিম কম্বিনেশন নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে তাইজুল ইসলামকে একাদশে রাখা দরকার ছিল।

উইকেট নিয়ে আতহারের ভাষ্য, ‘বাংলাদেশ ম্যানেজমেন্ট মনে করেছিল উইকেট হবে বাউন্সি আর অনেক পেসবান্ধব। কিন্তু কন্ডিশন তাদের হতাশ করেছে কারণ এটা এমন উইকেট ছিল বাংলাদেশ দেশের মাটিতেই তাতে অভ্যস্ত। ’

পচেফস্ট্রুমে ব্যাটসম্যানদের বাজেভাবে আউট হওয়াটা মানতে পারছেন না আতহার, ‘এখানে ব্যাটসম্যানরা কেন বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছে তার কোনো কারণ আমি খুঁজে পাই না। তারা যেভাবে উইকেট হারিয়েছে এটাও উদ্বেগের কারণ। ভালো ডেলিভারিতে আউট হলে দোষারোপ করা হতো না কিন্তু তারা এমন বলে প্যাভিলিয়নের পথ ধরেছে যা মোটেও উইকেট নেওয়ার মতো ছিল না। ’

আগামী শুক্রবার (৬ অক্টোবর) দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে। ব্লুমফন্টেইনে খেলা শুরু ‍বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ৩ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।