ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এখনও আমরা আত্মবিশ্বাসী: মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
এখনও আমরা আত্মবিশ্বাসী: মাহমুদুল্লাহ ছবি: সংগৃহীত

প্রথম টেস্টে ব্যাটসম্যান আর বোলারদের ব্যর্থতায় ৩৩৩ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে ব্লুমফন্টেইনে ৬ তারিখ মাঠে নামবে সফরকারীরা। প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালো কিছু করতে প্রতিজ্ঞ মুশফিকের দল।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানেই অলআউট হয় তামিম-ইমরুল-মুমিনুল-সাব্বির-মুশফিক-মাহামুদুল্লাহদের নিয়ে গড়া একাদশটি। শোচনীয় হারেও টলেনি টাইগারদের আত্মবিশ্বাস-এমনটি জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

পচেফস্ট্রুমের স্পোর্টস ভিলেজে মঙ্গলবার (৩ অক্টোবর) দলের প্রতিনিধি হয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুল্লাহ। তিনি জানান, ‘আমি ব্যক্তিগতভাবে ব্যাটিং নিয়ে খুবই হতাশ। উইকেট খুব ভালো ছিল। যেভাবে চেয়েছিলাম ব্যাটিংটা সেভাবে করতে পারিনি। আমাদের যে ৩০-৪০ রানের ইনিংসগুলো ছিল সেগুলো আরও বড় হতে পারতো। আমরা বিশ্বাস করি আমাদের স্কিল ভালো, মাঠে সেটা কাজে লাগাতে হবে। এগুলো এখন বলে লাভ নেই। এখন দ্বিতীয় টেস্টে ফিরে আসতে হবে, এটাই মূল বিষয়। ’

তিনি আরও জানান, ‘আমরা স্কিল কাজে লাগাতে পারিনি। ছোট ভুল করেছি অনেকগুলো। তবে এখনও আমরা আত্মবিশ্বাসী। নিউজিল্যান্ডে সাকিব ডাবল সেঞ্চুরি করেছে, মুশফিক দেড়শ রানের ইনিংস খেলেছে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। দ্বিতীয় টেস্টে সুযোগ থাকছে। খুব ভালোভাবে সিরিজে ফিরে আসব। নিজেদের মধ্যে কথা বলেছি। যে ভুলগুলো আমরা করেছি সেসব নিয়ে কথা হয়েছে। বিশ্বাসটা নিজের ভেতর থেকেই আসে। ’

দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়ার পর দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়েও এগিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ৩ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।