ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সফরে অপরিবর্তিত উইন্ডিজ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
জিম্বাবুয়ে সফরে অপরিবর্তিত উইন্ডিজ দল ছবি: সংগৃহীত

জেসন হোল্ডারের নেতৃত্বে আসন্ন জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অপরিবর্তিত স্কোয়াডই ইংল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট সিরিজে ‍অংশ নেয়। ২-১ এ হারলেও হেডিংলিতে দ্বিতীয় টেস্ট দিয়ে দেশটিতে বিগত ১৭ বছরে প্রথম জয়ের দেখা পায় ক্যারিবীয়রা।

আগামী ২১ অক্টোবর (শনিবার) প্রথম টেস্ট মাঠে গড়াবে। বুলাওয়েতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

একই ভেন্যুতে একই সময়ে ২৯ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট।

জিম্বাবুয়ে ট্যুর শেষ করে নভেম্বর মাসেই পূর্ণাঙ্গ সিরিজ (২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি) খেলতে নিউজিল্যান্ডে উড়াল দেবে ক্যারিবীয়রা।

ও. ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডউরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হ্যাটমায়ার, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেফ, কাইরন পাওয়েল, রেমন রেইফার, কেমার রোচ।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ৪ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।