টেস্টে বুমরাহকে দেখতে চান অভিজ্ঞ আশিষ নেহরা। যার কাছে বয়সটা কেবল একটি সংখ্যা মাত্র।
সবশেষ গত ফেব্রুয়ারিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অান্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৩৮ বছর বয়সী নেহরা। মিস করেন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ট্যুর। ইনজুরি আর ফিটনেস সমস্যার সঙ্গে লড়াই করতে হয়।
অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে (৪-১) চমৎকার পাফরম্যান্স করা ভুবনেশ্বর কুমার ও বুমরাহর ভূয়সী প্রশংসাই করেছেন নেহরা, ‘আমি সৌভাগ্যবান যে পেস ডিপার্টমেন্টে বুমরাহ ও ভুবিকে (ভুবনেশ্বর) পেয়েছিল। সীমিত ওভারে বুমরাহ সেরা এবং যেভাবে সে বোলিং করছে, টেস্টেও পরীক্ষা দিতে পারে। ’
ওয়ানডে ক্রিকেটে ২৫ ম্যাচে ৪৬টি উইকেট নিয়েছেন বুমরাহ। গড় ২২.১৩। ইকোনমি ৪.৭৬। সমান ম্যাচে টি-টোয়েন্টিতে শিকার ৩৪টি। বোলিং গড় ১৮.৩৮ ও ইকোনমি ৬.৭১।
বোলারদের ওয়ানডে র্যাংকিংয়ে বুমরাহর অবস্থান এখন পঞ্চম। টি-টোয়েন্টিতে আছেন দ্বিতীয় স্থানে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ৪ অক্টোবর, ২০১৭
এমআরএম