ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে লজ্জা পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
আফগানদের বিপক্ষে লজ্জা পেল বাংলাদেশ আফগানদের বিপক্ষে লজ্জা পেল বাংলাদেশ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

তৃতীয় ম্যাচের পর চতুর্থ একদিনের ম্যাচেও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এ ম্যাচে বেশ লজ্জাই পেল টাইগার যুবারা। ৪৫ রানে হারের ম্যাচে বাংলাদেশ ৮৮ রানে গুটিয়ে যায়। যেখানে আফগানরা ১৩৩ রান সংগ্রহ করেছিলো।

সিলেটে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশের লজ্জাটা অবশ্য আরও খারাপ হতে পারতো। কেননা স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১১ রানেই টপঅর্ডারের ছয় উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

তবে হাল ধরেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম আনকন ও নাইম হাসান। কিন্তু তারা দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে ব্যর্থ হন।

মাহিদুল ৪৩ ও নাইমের ব্যাট থেকে আসে ৩০ রান। দলের বাকি কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ছয় ব্যাটসম্যানের নামের পাশেই যোগ হয় ‘শূন্য’। বাংলাদেশ সর্বসাকুল্লে খেলতে পারে ৩০.৩ ওভার। আফগান বোলারদের মধ্যে একাই সাত উইকেট নেন মুজিব।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৩৩ করতে পারে সফরকারী আফগান। দারুণ বোলিং করেন স্বাগতিক বোলাররা। কিন্তু নিসার ওয়াহদাতের ৫৩ রানের কল্যাণে মোটামুটি স্কোর করে দলটি। বাংলাদেশি বোলারদের মধ্যে পাঁচ উইকেট পান নাইম।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি শেষে ২-১ এ এগিয়ে গেল আফগানরা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।