ফাফ ডু প্লেসিসকেই দলের অধিনায়ক করা হয়েছে। আর দলে ফিরেছেন একমাত্র ওয়ানডে খেলে সেঞ্চুরি হাকানো তেম্বা বাভুমা।
২৮ বছর বয়সী প্যাটারসন দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবশেষ খেলেছেন চলতি বছরের জুন মাসে ইংল্যান্ড সফরে।
টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে দলে খেলছেন এবি ডি ভিলিয়ার্স। আছেন এই সিরিজের আগে টেস্ট থেকে অবসর নেওয়া জেপি ডুমিনি।
কিম্বার্লিতে ১৫ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে মুখোমুখি দুই দল। দ্বিতীয় ম্যাচটি হবে পার্লে, ১৮ অক্টোবর। ২২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ইস্ট লন্ডনে।
বাংলাদেশের এবারের পূর্ণাঙ্গ সিরিজে এখন পর্যন্ত একটি টেস্ট শেষ হয়েছে। যেখানে ৩৩৩ রানের বড় জয় পায় সফরকারীরা। আগামী ৬ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকান ওয়ানডে দল: ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, তেম্বা বাভুমা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েন পারনেল, ড্যান প্যাটারসন, আন্দিল ফেলুকওয়ায়ো, ডাউইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস