ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এনএসসি’র অনুমোদনে নির্বাচনের পথে বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
এনএসসি’র অনুমোদনে নির্বাচনের পথে বিসিবি এনএসসি’র অনুমোদনে নির্বাচনের পথে বিসিবি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) শেষে সাধারণ পরিষদের সর্বসম্মতিক্রমে সংশোধীত গঠনতন্ত্র ২০১৭ অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদে। বুধবার (৪ অক্টোবর) সেই গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

দেশের ক্রীড়ার অভিভাবক সংস্থার অনুমোদন পেয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরী সভা ডেকেছে বর্তমান পরিচালনা পর্ষদ। সেখানেই নাকি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নেবে।

বিষয়টি বুধবার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই। ‘কাউন্সিলরদের সম্মতি নেওয়ার পর সেটা আমরাসঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই এনএসসির কাছে। এনএসসি সেটা অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠিয়েদিয়েছে। আমরা কাল একটা জরুরি পরিচালন পরিষদের সভা ডেকেছি। ওখানে আমরা এই অনুমোদিত গঠনতন্ত্র নিয়ে একটা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। নির্বাচন কমিশন কখন নির্বাচন দেবে, কী কী নিয়মে হবে সেটা তারা দেখবে। ’

নির্বাচন কমিশন কত সদস্যের হবে? সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে পাপন জানালেন, ‘এখনো নিশ্চিত নয়। তবে শুনেছি তিন সদস্যের নির্বাচন কমিশন হওয়ার সম্ভাবনাই বেশি। ’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে এ মাসের ১৭ তারিখ। যা কীনা বাড়ানোর কোন ইচ্ছাই বিসিবি’র নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়ার কথা জানাতে এতটুকুও দ্বিধাবোধ করলেন না বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই প্রধান।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৪ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।