ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দুবাই টেস্টেও নেই ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
দুবাই টেস্টেও নেই ম্যাথিউজ দুবাই টেস্টেও নেই ম্যাথিউজ-ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। গোড়ালির ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। প্রথম টেস্টে তাকে সাইড বেঞ্চে রাখা হয়েছিল। যদিও টিম ম্যানেজমেন্ট ভেবেছিলো সে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন।

ম্যাথিউজ ছিটকে পড়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেন রোশেন সিলভা অথবা সাদিরা সামারাউইকরামা। তারা এখনও জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি।

এ নিয়ে তিনটি পূর্ণাঙ্গ টেস্ট সিরিজে খেলতে পারছেন না ম্যাথিউজ। গত বছর অক্টোবরে জিম্বাবুয়ে সফরে পায়ের ইনজুরি ও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হ্যামিস্ট্রিং ইনজুরিতে ছিটকে পড়েছিলেন এ তারকা অলরাউন্ডার।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটি জিতে ১-০তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। যেখানে প্রথমবারের মতো ফ্লাড লাইটের নিচে খেলবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।