ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ভালো বল করলে আমার দলের উপকার হবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
‘ভালো বল করলে আমার দলের উপকার হবে’ বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে মোস্তাফিজ

প্রথম টেস্টের হারের ধাক্কা সামলে নিয়ে ব্লুমফন্টেইনে নিজেদের মেলে ধরতে চায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের উইকেট যেমনই হোক না কেন টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজ বল হাতে সেখানে সামনে থেকেই নেতৃত্ব দিতে চান।

শেষ টেস্টের উইকেট কেমন-এমন প্রশ্নে তিনি জানান, ‘উইকেট সেভাবে দেখিনি। পাশ দিয়ে হেঁটে গেছি।

যতটুকু দেখেছি মনে হলো গত ম্যাচের উইকেটের চেয়ে এটা অনেক ভালো। আর আমি উইকেট দেখে খুশি হই না। ’

ব্লুমফন্টেইনে ঘাসের উইকেট হবে শোনার পরও বাড়তি উচ্ছ্বাস নেই মোস্তাফিজের, ‘বল অনেক দ্রুত যাবে, তার জন্য যে আমি খুব খুশি হব, ব্যাপারটা এমন নয়। ’

প্রথম টেস্ট হারের পর যে বোলারদের রীতিমতো ধুয়ে দিয়েছিলেন দলপতি মুশফিকুর রহিম। বলেছিলেন বাংলাদেশের বোলারদের টেস্টে অভিজ্ঞতা নেই এমন অজুহাত আর কতদিন দেওয়া যাবে। আরও বলেছিলেন তার বোলাররা উইকেট না পেলে রান আটকে রাখার মতো দায়িত্বও পালন করতে পারছে না। দলপতি বোলারদের ওপর এতটাই ক্ষুদ্ধ ছিলেন যে বলে বসেন, ‘বোলাররা জাতীয় দলে খেলে ভালো স্কিলের জন্য। সেটাই যদি না পারে তাহলে আমাদের অন্য বোলার খুঁজতে হবে। তারা সঠিক লাইনে বল রাখতে পারছে না। আমিও যদি বল করি তাহলে ছয়টা বলের দুইটা লাইনে ফেলতে পারতাম। ’

প্রথম ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩ উইকেট মোস্তাফিজের নামের পাশে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩০ রানে ২ উইকেট। দলপতির কথা কতটা আঁচড় কেটেছে তা বোঝাননি তিনি। সাংবাদিকদের জানালেন, ‘আমি খেললে আমার কাজ হলো, আমি কীভাবে ভালো করব সে চেষ্টা করা। ভালো বল করলে আমার দলের উপকার হবে। সব সময় এ ভাবনাটাই মাথায় থাকে। আমরা স্বাগতিকদের মতো অত জোরে, ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করি না। তাই প্রথম টেস্টে চেষ্টা করেছিলাম, আমার যে বৈচিত্র্য আছে, সেগুলো কাজে লাগাতে। পাশ পাল্টানো, আমার কাটার এগুলো করার জন্য চেষ্টা ছিল। ’

আগামী ০৬ অক্টোবর বাংলাদেশ মাঠে নামবে দ্বিতীয় ও শেষ টেস্টে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, ৫ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।