ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফর্মের কারণে বাদ পড়লেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
ফর্মের কারণে বাদ পড়লেন মালিঙ্গা ফর্মের কারণে বাদ পড়লেন মালিঙ্গা-ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তবে এই দলে বিবেচনা করা হয়নি অভিজ্ঞ ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে। এছাড়া ইনজুরির কারণে রাখা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথিউজকে।

গত জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে মোট ১৩ ম্যাচ খেলেছেন মালিঙ্গা। আর সর্বশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

তবে ওডিআইতে একটি উইকেট পেতে তাকে প্রায় ৬৩ রান দিতে হয়েছে। যেখানে ইকোনোমি ছিলো ৬।

এ দলে আরও বিস্ময় হলো, বাদ দেওয়া হয়েছে ওপেনার ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে। যার এ বছর ১২ ম্যাচে গড় প্রায় ৪৩। তবে টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল দলে জায়গা করে নিয়েছেন। আছেন চামারা কাপুগেদারাও।

সংযুক্ত আরব আমিরাতে হবে পাঁচ ম্যাচের এই সিরিজটি। যেখানে দুবাইয়ে ১৩ অক্টোবর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, নিরঞ্জন ডিকভেলা, লাহিরু থিরিমান্নে, কুশাল মেন্ডিস, মিলিন্দা সিরিবর্ধনে, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমল, দাশমান্থা চামারা, বিশ্ব ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, জেফরি ভানডারসে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।