ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা ডায়নামাইটসের নতুন লোগো ও জার্সি উন্মোচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
ঢাকা ডায়নামাইটসের নতুন লোগো ও জার্সি উন্মোচন ঢাকা ডায়নামাইটসের লোগো ও জার্সি উন্মোচন-ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রি‌মিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসরের জন্য নতুন লোগো ও জর্সি উন্মোচন করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এই লক্ষে রাজধানীর স্থানীয় একটি হোটেলে দলটি জার্সি ও লোগো উন্মোচনের অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা ডায়নামাইটস স্বত্বাধিকারী শায়ান এফ রহমান, সিইও ওবেদ আর নিজাম,  হেড কোচ  খালেদ মাহমদ সুজন, অধিনায়ক সাকিব আল হাসানসহ দলের অন্যান্য ক্রিকেটার ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে নতুন লোগো ও জার্সি উন্মোচনের পাশাপাশি পুরো দলের তালিকা তুলে ধরা হয়।

গেল আসরের ধারাবাহিকতায় বিপিএলের এবারের আসরেও শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন, ঢাকার স্বত্বাধিকারী শায়ান এফ রহমান।  আর অধিনায়ক হিসেবে সাকিবের লক্ষ্য ভয়হীন ও আক্রমণাত্মক খেলে শিরোপা অক্ষুন্ন রাখা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।