ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

৬ ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
৬ ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা ছবি: সংগৃহীত

অসদাচরণের দায়ে ব্যাটিং অলরাউন্ডার দানুস্কা গুনাথিলাকাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। রাতে পার্টি করার পর দলের ট্রেনিং সেশন মিস করে শৃঙ্ক্ষলা লঙ্ঘন করেন তিনি।

ঘটনাটি গত আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময়কার। শুধু তাই নয়, ম্যাচের দিন কিট ব্যাগ ছাড়া ‍মাঠে এসে অখেলোয়াড়সুলভ মনোভাব প্রদর্শন করেন ২৬ বছর বয়সী গুনাথিলাকা।

এক বিবৃতিতে এসএলসি জানায়, ‘শৃঙ্ক্ষলা ভঙ্গের অভিযোগ এনে টিম ম্যানেজমেন্ট রিপোর্ট করেছে এবং এসএলসি তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ’

গত জুলাইয়ে গলে ভারতের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন গুনাথিলাকা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলার পর কাঁধের ইনজুরিতে ছিটকে যান। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে তাকে বিবেচনা করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ৫ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।