ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে দলে ডাক পেলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
ওয়ানডে দলে ডাক পেলেন মুমিনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দীর্ঘ বিরতির পর সীমিত ওভারের ক্রিকেটে ফিরছেন ‘টেস্ট স্পেশালিস্ট’ তকমা পেয়ে যাওয়া মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে তাকে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

বৃস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে মুমিনুলের নাম ছিল না।

নতুন করে একজন যুক্ত করায় ওডিআই সিরিজের স্কোয়াড এখন ১৬ সদস্যের।  ওয়ানডে দলে ফিরলেন নাসির, নতুন মুখ সাইফউদ্দিন

মুমিনুলকে সবশেষ ২০১৫ বিশ্বকাপের ওয়ানডে ম্যাচে দেখা গিয়েছিল। এখন পর্যন্ত ২৬ ম্যাচে ২৩.৬০ গড়ে ৫৪৩ রান করেছেন ২৬ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। তার সামনে এবার রঙিন পোশাকে নিজেকে মেলে ধরে আস্থার প্রতিদান দেওয়ার চ্যালেঞ্জ।

দ. আফ্রিকার কন্ডিশনে পচেফস্ট্রুমে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরে গেলেও প্রথম ইনিংসে চমৎকার ব্যাটিং উপহার দেন মুমিনুল। খেলেন ৭৭ রানের দায়িত্বশীল এক ইনিংস। শুক্রবার (৬ অক্টোবর) থেকে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।

আগামী ১৫ অক্টোবর (রোববার) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। পরের দু’টি যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে (২৬ ও ২৯ অক্টোবর) মুখোমুখি হবে দু’দল।

পরিবর্তিত বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ৫ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।