পচেফস্ট্রুমে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সামনে সফরকারীরা। সাদা পোশাকে সাময়িক বিশ্রামে সাকিব অাল হাসান।
টেস্ট সিরিজ শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের মাংসপেশীতে চোট পান তামিম। সহনীয় ব্যথা নিয়ে খেলেছেন প্রথম টেস্ট। কিন্তু ঊরুর ইনজুরির অবনতি হওয়ায় দ্বিতীয় ম্যাচে তাকে দর্শক ভূমিকায় থাকতে হচ্ছে। মানগাউং ওভালের সম্ভাব্য বাউন্সি উইকেটে তামিমের অনুপস্থিতি অপূরণীয়। পচেফস্ট্রুমে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস। সঙ্গী হয় বড় ব্যবধানে হারের লজ্জা। ১০ বছর আগে ইনিংসে একশ’র নিচে অলআউট হয়েছিল বাংলাদেশ। তাই ব্লুমফন্টেইনে ব্যাটসম্যানদের সামনে অগ্নিপরীক্ষাই অপেক্ষা করছে।
ব্লুমফন্টেইনে এর আগে একটি টেস্টই খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচের ফলাফল স্মরণ না করাই ভালো। ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। সেবারই দ. আফ্রিকায় শেষবার টেস্ট সিরিজ খেলেছিলেন সাকিব-তামিম-মুশফিকরা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০১৭
এমআরএম/এমআরপি