ক্রিকেটের তিন ফরম্যাটের চুক্তিতেই জায়গা হয়েছে স্টোকসের। আর হেলস পেয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।
টেস্ট চুক্তি থেকে বাদ গেছে ফাস্ট বোলার মার্ক উডের নাম। তবে তিনি রঙিন পোশাকে নিজের জায়গা ধরে রেখেছেন। আর প্রথমবারের মতো চুক্তিতে সই করেছেন পেসার জ্যাক বল। আরেক পেসার টবি রোল্যান্ড-জোন্সকে ক্রমবর্ধমান চুক্তিতে নেওয়া হয়েছে।
এদিকে চুক্তি হলেও ইংলিশদের আগামী অ্যাশেজ সফর থেকে অবশ্য নাম কাটা পড়েছে স্টোকসের। তার পরিবর্তে ইতোমধ্যে ১৬ সদস্যের দলে ফাস্ট বোলার স্টিভেন ফিনকে নেওয়া হয়েছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তি:
টেস্ট: মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।
ওয়ানডে ও টি-২০: মঈন আলী, জ্যাক বল, জনি বেয়ারস্টো, জস বাটলার, অ্যালেক্স হেলস, ইয়ন মরগান, লিয়াম প্লাংঙ্কেট, জো রুট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
ক্রমবর্ধমান চুক্তি: টবি রোল্যান্ড-জোনস।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
এমএমএস